সাধারণ প্রশ্নাবলী (FAQ)

Bariwaala অ্যাপ ব্যবহারের নির্দেশনা
কোনো ফলাফল পাওয়া যায়নি। ভিন্ন শব্দ দিয়ে চেষ্টা করুন।
শুরু করা (Getting Started)
  1. Profile ট্যাবে যান → Register বাটন চাপুন।
  2. আপনার নাম, ফোন নম্বর, ইমেইল দিন।
  3. ফোন নম্বরে পাঠানো OTP লিখে ভেরিফাই করুন।
  4. পাসওয়ার্ড সেট করে Create Account করুন।
OTP না এলে ৩০–৬০ সেকেন্ড অপেক্ষা করে পুনরায় চেষ্টা করুন, বা নেটওয়ার্ক চেক করুন।
  1. Login স্ক্রিনে ফোন নম্বর ও পাসওয়ার্ড দিন।
  2. Sign In চাপুন।
  3. পাসওয়ার্ড ভুলে গেলে: Forgot Password → OTP দিয়ে নতুন পাসওয়ার্ড সেট করুন।
বাড়ি/ফ্ল্যাট খোঁজা (Finding a Home)
  1. Property ট্যাবে যান → Filter সিলেক্ট করুন।
  2. ডিস্ট্রিক্ট, থানা, টাইপ, স্ট্যাটাস, বাজেট, বেডরুম ফিল্টার সেট করুন।
  3. Apply চাপুন → রেজাল্ট দেখুন।
  4. যেকোনো আইটেমে ট্যাপ করে বিস্তারিত, ছবি স্লাইডার, ফিচারস দেখুন।
রেজাল্ট বেশি হলে স্ক্রল করলেই নতুন প্রপার্টি লোড (পেজিনেশন) হবে।
  1. প্রপার্টি ডিটেইল পেজে Message Owner চাপুন।
  2. প্রথম বার মেসেজ করলে স্বয়ংক্রিয়ভাবে একটি চ্যাট থ্রেড/ইনবক্স তৈরি হবে।
  3. Inbox ট্যাব থেকে সব কথোপকথন দেখতে ও চালিয়ে যেতে পারবেন।
প্রপার্টি যোগ করা (List a Property)
  1. My PropertiesAdd Property
  2. শিরোনাম, এলাকা/থানা, সাইজ, বেড/বাথ, দাম, স্ট্যাটাস/টাইপ দিন।
  3. সর্বোচ্চ ৫টি ছবি যুক্ত করুন (ভাল কোয়ালিটি, ১:১ বা ৪:৩ ভিউ সুপারিশ)।
  4. Submit করলে লিস্টিং তৈরি হবে।
ছবি আপলোডে সমস্যা হলে ইন্টারনেট/স্টোরেজ পারমিশন চেক করুন।
  1. My Properties ট্যাবে আপনার সব লিস্টিং দেখুন।
  2. যেকোনো লিস্টিং খুলে Edit বা Delete করতে পারবেন (যদি অ্যাপে সক্রিয় থাকে)।
চ্যাট ও ইনবক্স (Chat & Inbox)
  • Inbox ট্যাবে থ্রেড লিস্ট—লাস্ট মেসেজ, টাইম, unread count দেখাবে।
  • থ্রেড ওপেন করলে মেসেজ Seen (ডাবল টিক) আপডেট হবে।
  • অটো-রিফ্রেশে নতুন মেসেজ লোড হয় (ব্যাটারি সেভারের কারণে একটু দেরি হতে পারে)।
প্রোফাইল, ভাষা ও সেটিংস
  1. Edit Profile → নাম, ইমেইল, ঠিকানা, জেলা/থানা সিলেক্ট করুন।
  2. প্রোফাইল ছবি আপলোড করলে তা সার্ভারে সেভ হবে।
  3. সেভ করলে তথ্য আপডেট হবে।
  1. SettingsLanguage টগল থেকে BN/EN সিলেক্ট করুন।
  2. অ্যাপ রিলোড হলে ভাষা সাথে সাথে প্রযোজ্য হবে।
নোটিফিকেশন ও অ্যাপ আপডেট
  • ডিভাইসের App Settings থেকে Bariwaala নোটিফিকেশন অন/অফ করতে পারবেন।
  • ইন-অ্যাপ সেটিংস থেকেও নির্দিষ্ট অ্যালার্ট কাস্টমাইজ করা যেতে পারে (যদি সক্রিয় থাকে)।
  • Play Store থেকে নতুন ভার্সন ইনস্টল করতে প্রম্পট পেতে পারেন (Immediate Update) বা ইন-অ্যাপ প্রম্পট দেখাবে।
  • কিছু আপডেট বাধ্যতামূলক হতে পারে নিরাপত্তা/পারফরম্যান্সের জন্য।
নিরাপত্তা ও রিপোর্ট
  1. প্রপার্টি/প্রোফাইল পেজে Report অপশন (যদি থাকে) ব্যবহার করুন।
  2. অথবা ইমেইল করুন: support@bariwaala.com—স্ক্রিনশট ও ডিটেইলস দিন।
অ্যাকাউন্ট ও ডেটা

ইমেইল করুন: support@bariwaala.com — বিষয় (Subject): Data Deletion Request

  • রিকোয়েস্ট ভেরিফিকেশনের পর ৯০ দিনের মধ্যে ডেটা ডিলিট করা হবে (আইনগত প্রয়োজনে কিছু তথ্য রাখতে হতে পারে)।
আমাদের Privacy Policy পড়ে নিন।
No results found. Try different keywords.
Getting Started
  1. Go to the Profile tab → tap Register.
  2. Enter your Name, Phone Number, and Email.
  3. Verify with the OTP sent to your phone.
  4. Set a password and tap Create Account.
If the OTP doesn’t arrive, wait 30–60 seconds and try again, or check your network connection.
  1. On the Login screen, enter your phone number and password.
  2. Tap Sign In.
  3. Forgot your password? Tap Forgot Password → verify with OTP → set a new password.
Finding a Home
  1. Go to the Property tab → open Filter.
  2. Set filters like District, Thana, Type, Status, Budget, Bedrooms.
  3. Tap Apply to view results.
  4. Tap any property to see details, image slider, and features.
With many results, more properties load automatically as you scroll (pagination).
  1. On the property detail page, tap Message Owner.
  2. If it’s your first message, a chat thread/inbox is created automatically.
  3. Use the Inbox tab to view and continue conversations.
Listing a Property
  1. Go to My PropertiesAdd Property.
  2. Enter title, area/thana, size, bedrooms/bathrooms, price, status/type.
  3. Add up to 5 images (good quality; recommended 1:1 or 4:3).
  4. Tap Submit to create the listing.
If image upload fails, check internet connection and storage permissions.
  1. See all your listings in the My Properties tab.
  2. Open any listing to Edit or Delete (if available).
Chat & Inbox
  • The Inbox shows threads with last message, time, and unread count.
  • Opening a thread marks messages as Seen (double tick).
  • Auto-refresh fetches new messages (battery saver may slightly delay updates).
Profile & Settings
  1. Go to Edit Profile → update name, email, address, district/thana.
  2. Upload a new profile picture to save it on the server.
  3. Tap save to update your profile.
Notifications & Updates
  1. Go to Settings → use the Language toggle to select BN/EN.
  2. The app reloads and applies the language instantly.
Notifications & Updates
  • From your device’s App Settings, enable/disable Bariwaala notifications.
  • In-app settings may allow customizing specific alerts (if enabled).
  • You may get a Play Store prompt (Immediate Update) or an in-app update notification.
  • Some updates may be mandatory for security/performance.
Safety & Reporting
  1. Use the Report option on the property/profile page (if available).
  2. Or email us at support@bariwaala.com with screenshots and details.
Account & Data

Email us at support@bariwaala.com with the subject: Data Deletion Request.

  • After verification, your data will be deleted within 90 days (some data may be retained if required by law).
Please read our Privacy Policy for more info.