শর্তাবলী (Terms & Conditions)

Bariwaala অ্যাপ ব্যবহারের নীতিমালা ও শর্ত

সর্বশেষ আপডেট: 14 আগস্ট 2025

১) পরিচিতি ও স্বীকৃতি

এই শর্তাবলী (“Terms”) Bariwaala মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট (একত্রে “Service”) ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য। Service টি পরিচালনা করে Silent Globe। Service ব্যবহার করে আপনি এই Terms মেনে নিচ্ছেন।

যোগাযোগ: support@bariwaala.com · ওয়েবসাইট: bariwaala.com

২) সংজ্ঞা (Definitions)

৩) যোগ্যতা (Eligibility)

এই Service ১২+ বয়সীদের জন্য। আপনি যদি ১৮ বছরের কম হন, অভিভাবকের অনুমতি/তত্ত্বাবধানে ব্যবহার করুন।

৪) অ্যাকাউন্ট ও নিরাপত্তা

৫) ব্যবহারকারীর দায়িত্ব

৬) লিস্টিং/কনটেন্ট নীতি

৭) নিষিদ্ধ ব্যবহার

৮) মডারেশন, টেকডাউন ও আপিল

৯) তৃতীয় পক্ষ সেবা

তৃতীয় পক্ষ তাদের নীতিমালা অনুযায়ী ডেটা প্রক্রিয়া করতে পারে। বিস্তারিত Privacy Policy তে।

১০) পেমেন্ট (ভবিষ্যত)

বর্তমানে কোনো পেইড ফিচার/সাবস্ক্রিপশন নেই। ভবিষ্যতে যুক্ত হলে এই পেজ আপডেট হবে।

১১) আইপি/কপিরাইট নীতি

অ্যাপ, লোগো, UI ও সফটওয়্যারসহ Service-সংশ্লিষ্ট IP Silent Globe বা লাইসেন্সদাতাদের। ইউজার কনটেন্টের মালিকানা ইউজারের; তবে Service-এ প্রদর্শনের জন্য non-exclusive, worldwide, royalty-free লাইসেন্স প্রযোজ্য।

টেকডাউন নোটিশ: আপনার কপিরাইট ভঙ্গ হলে ইমেইল করুন support@bariwaala.com — লিংক, আপনার পরিচয়, মালিকানার প্রমাণ, ও সৎ বিশ্বাসের বিবৃতি পাঠান।

১২) যোগাযোগ ও নোটিফিকেশন কনসেন্ট

আপনি নোটিফিকেশন/ইমেইল পেতে সম্মত—অ্যাপ সেটিংস/ডিভাইস সেটিংস থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। বিজ্ঞাপন ব্যক্তিকরণ নিয়ন্ত্রণের উপায় Privacy Policy-তে বর্ণিত।

১৩) সার্ভিস প্রাপ্যতা

মেইনটেন্যান্স বা টেকনিক্যাল কারণে যে কোনো সময় সার্ভিস আংশিক/সম্পূর্ণ অনুপলব্ধ হতে পারে।

১৪) দায় সীমাবদ্ধতা

প্রযোজ্য আইনের সর্বোচ্চ সীমায়, Service ব্যবহারের ফলে উদ্ভূত কোনো প্রত্যক্ষ/পরোক্ষ ক্ষতি, ডাটা লস, ব্যবসায়িক ক্ষতি ইত্যাদির জন্য Bariwaala দায়ী নয়।

১৫) ওয়ারেন্টি দায়স্বীকার

Service “as-is” এবং “as-available” ভিত্তিতে প্রদান করা হয়; কোনো প্রকাশ্য বা পরোক্ষ ওয়ারেন্টি নেই (merchantability, fitness, non-infringement সহ)।

১৬) ক্ষতিপূরণ (Indemnity)

আপনার কনটেন্ট/ব্যবহারের কারণে তৃতীয় পক্ষের দাবি/ক্ষতির বিরুদ্ধে Bariwaala ও সহযোগীদের আপনি ক্ষতিপূরণ দেবেন।

১৭) ফোর্স মাজ্যুর

প্রকৃতিক দুর্যোগ, বিদ্যুৎ/ইন্টারনেট বিপর্যয়, যুদ্ধ/দাঙ্গা, আইনগত বাধা ইত্যাদির কারণে সার্ভিস ব্যাহত হলে Bariwaala দায়ী নয়।

১৮) পরিবর্তন (Terms Update)

আমরা Terms পরিবর্তনের অধিকার রাখি। আলাদা নোটিশ দেওয়া হবে না; এই পেজে Last Updated তারিখ আপডেট হবে। ব্যবহারকারীকে বর্তমান Terms পড়তে হবে।

১৯) বিচ্ছিন্নতা/সম্পূর্ণ চুক্তি/হস্তান্তর

২০) আইন ও বিরোধ নিষ্পত্তি

এই Terms বাংলাদেশের আইন দ্বারা নিয়ন্ত্রিত। বিরোধে প্রথমে পারস্পরিক সমঝোতার চেষ্টা; প্রয়োজন হলে বাংলাদেশের উপযুক্ত আদালতের এখতিয়ার প্রযোজ্য।

২১) অভিযোগ/রিপোর্ট ও যোগাযোগ

অবৈধ/ভুল কনটেন্ট রিপোর্ট বা অভিযোগের জন্য ইমেইল: support@bariwaala.com। প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করা হবে।

Last Updated: 14 August 2025

1) Introduction & Acceptance

These Terms & Conditions (“Terms”) govern your use of the Bariwaala mobile app and website (the “Service”) operated by Silent Globe. By using the Service, you agree to these Terms.

Contact: support@bariwaala.com · Website: bariwaala.com

2) Definitions

3) Eligibility

Intended for users aged 12+. If you are under 18, use with parental/guardian consent.

4) Accounts & Security

5) User Obligations

6) Listings & Content Policy

7) Prohibited Activities

8) Moderation, Takedown & Appeals

9) Third-Party Services

Third parties may process data under their policies. See our Privacy Policy for details.

10) Payments (Future)

No paid features/subscriptions currently. If introduced, this page will be updated.

11) IP/Copyright Policy

The app, logo, UI, and software are owned by Silent Globe or licensors. User content remains yours; you grant a non-exclusive, worldwide, royalty-free license to host/display it in the Service.

Takedown Notice: If you believe your copyright is infringed, email support@bariwaala.com with the link(s), your identity, proof of ownership, and a good-faith statement.

12) Communications & Consent

You consent to receive notifications/emails; you may manage them in app/device settings. For ad personalisation choices, see the Privacy Policy.

13) Service Availability

The Service may be partially/unavailable due to maintenance, updates, or technical issues.

14) Limitation of Liability

To the maximum extent permitted by law, Bariwaala is not liable for direct/indirect damages, data loss, or business losses arising out of use of the Service.

15) Warranty Disclaimer

The Service is provided “as-is” and “as-available,” without warranties of any kind (including merchantability, fitness, non-infringement).

16) Indemnity

You agree to indemnify and hold harmless Bariwaala and affiliates from claims arising out of your content or misuse.

17) Force Majeure

We are not responsible for delays/failures due to events beyond our control (natural disasters, outages, war, legal restrictions, etc.).

18) Changes to Terms

We may update these Terms at any time. We will not provide separate notices; the Last Updated date on this page will change. Users must review the current Terms.

19) Severability / Entire Agreement / Assignment

20) Governing Law & Disputes

These Terms are governed by the laws of Bangladesh. Parties will attempt amicable resolution; failing which, competent courts in Bangladesh shall have jurisdiction.

21) Complaints/Reports & Contact

Report illegal/incorrect content or complaints to support@bariwaala.com. We may cooperate with lawful authorities as required.